কাজিরবাজার ডেস্ক :
আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার সাভার জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গভবনের আশপাশের এলাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেইসঙ্গে রাজধানীসহ সারাদেশে থাকছে নজিরবিহীন নিরাপত্তা। বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হচ্ছে ধর্মীয় উপাসনালয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুদ্ধাপরাধ মামলার সঙ্গে সম্পৃক্ত বিচারক, প্রসিকিউটর ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। রাজধানীতে অসংখ্য সিসি ক্যামেরা ও বিশেষ স্থাপনার প্রবেশ পথে বসানো হয়েছে আর্চওয়ে মেটালডিটেক্টর।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, এবারের নিরাপত্তা থাকছে অন্য যেকোন সময়ের তুলনায় বেশি। বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হচ্ছে রাজধানীসহ দেশের বিশেষ বিশেষ ধর্মীয় উপাসনালয়গুলো, কেন্দ্রীয় শহীদ মিনার, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, জাতীয় জাদুঘর, ধানমন্ডির ঘটনাবহুল ঐতিহাসিক ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর, সচিবালয়, ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কেন্দ্রীয় কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। সেই সঙ্গে যুদ্ধাপরাধ মামলার সঙ্গে সম্পৃক্ত বিচারক, প্রসিকিউটর, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রিপরিষদ সদস্য, দেশী-বিদেশী কুটনৈতিক, উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।