কবি দিলওয়ার আমাদের অহংকার – অধ্যাপক আব্দুল আজিজ

97

DSC_2330‘‘গণমানুষের কবি দিলওয়ার আমাদের অহংকার। বাংলা সাহিত্যে কবি দিলওয়ারের কৃতি অক্ষয় ও অমলিন। তাঁর মতো কবি প্রতিভাকে কোনো কালে কেউ অস্বীকার করতে পারবেনা। যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলা সাহিত্য থাকবে, ততোদিন কবি দিলওয়ারের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি সকলের কবি। তাঁর কবিতায়, গানে গণমানুষের কথা উঠে এসেছে সাবলিলভাবে। বিশ্ব মানবতার জয়গানে মুখর দিলওয়ারের কবিতা-গান-ছড়া। কবি দিলওয়ার পরিষদ আয়োজিত গণমানুষের কবি দিলওয়ারের ৭৯তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আব্দুল আজিজ উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লেখক দীনুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী আজিজুল মালিক চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা, মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, কবি এ কে শেরাম ও সাংবাদিক আল আজাদ।
কবি ধ্র“ব গৌতমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি দিলওয়ার পরিষদের সাধারণ সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি শান্ত। অনুষ্ঠানে আলোচনা ও লেখাপাঠে অংশ গ্রহণ করেন কবি মুহম্মদ আব্দুল হান্নান, কবি মুহিত চৌধুরী, কবি পুত্র কামরান ইবনে দিলওয়ার, কবি পুলিন রায়, কবি এখলাসুর রহমান, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, কবি জয়নাল আবেদীন জুয়েল, ছড়া শিল্পী শাহাদত বখত শাহেদ, ছড়া শিল্পী বশির আহমদ জুয়েল, কবি মুহম্মদ তোবারক আলী, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, সাংবাদিক ছামির মাহমুদ, ছড়াকার আলাউদ্দিন সরকার, আরতি পাল, সাংবাদিক আমিরুল ইসলাম এহিয়া, সৈয়দ মুক্তদা হামিদ, বিপ্রেশ রায়, মানবাধিকার কর্মী সৈয়দ শফিকুর রহমান, মোঃ আব্দুর রহিম, প্রভাষক জ্যোতিষ মজুমদার, উপাধ্যক্ষ ড. এম শহীদুল ইসলাম, কামরুন নাহার চৌধুরী শেফালী, শ্যামল কান্তি সোম, নিরঞ্জন চন্দ্র চন্দ, শাহ মিজান ইবনে আজিজ, এম আলী হোসাইন, কামাল আহমদ, আব্দুল বাসিত মোহাম্মদ, রুহুল ইসলাম মিঠু, বাপন তালুকদারম দেব জ্যোতি দাস দেব প্রমুখ।
এ উপলক্ষে পুলিশ রায়ে সম্পাদনায় ‘পৃথিবী স্বদেশ যার’ নামে একটি স্মারক সংকলন প্রকাশিত হয়। আলোচনা সভা ও কবিতা পাঠের পর ‘উদীচী’ সিলেটের পরিবেশনায় গণসংগীত, স্তোবক আবৃত্তি সংসদের দলীয় পরিবেশনা ও গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন ও মালতী পালের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি