ছাতক থেকে সংবাদদাতা :
পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বর্তমান সরকার সমবায়িদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সমবায়িরা মুখ্য ভূমিকা পালন করতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সমবায়ের মাধ্যমে গড়ে তুলার চেষ্টা করেছিলেন। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশওই সমবায়ের মাধ্যমে নিজেদের অবস্থানে আমুল পরিবর্তন সাধন করেছে। দেশ ও সমাজের তখনই উন্নয়ন সম্ভব যখন সকলের মাধ্যে সমবায়ি মনোভাব গড়ে উঠে। দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলকে সমবায়ি মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে এমপি মানিক নৌপথে চাঁদাবাজির ব্যাপক সমালোচনা করে বলেন, বিভিন্ন সমিতি ও সংগঠনের নামে নৌপথে অবাধে চাঁদাবাজি চলছে। এসব অপশক্তি রোধে প্রশাসনসহ সকলকে একযোগে কাজ করতে হবে।
শনিবার সকালে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার নাসির উল্ল্যাহ খানের সভাপতিত্বে ও ইউআরসি কর্মকর্তা মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, কৃষি অফিসার কেএম বদরুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ, অধ্যক্ষ মুঈন উদ্দিন আহমদ, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, স্বাগত বক্তব্য রাখেন, সমবায় অফিসার বিজিত রঞ্জন কর প্রমুখ। সভার পূর্বে সমবায়িদের নিয়ে বর্ণাঢ্য র্যালীর নেতৃত্ব দেন এমপি মানিক। র্যালী শেষে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত সরিষা বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মানিক। উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৪শ’৩৫জন কৃষকদের মধ্যে ১ কেজি করে সরিষা বিজ ও ১০ কেজি করে এমওপি ও ২০ কেজি করে ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় নির্ধারিত ১৮হাজার ৭শ’৬৬জন কৃষককে ৫ কেজি করে ধান বীজ, ৩০ কেজি করে সার বীজ ও জন প্রতি ১হাজার টাকা করে বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা তৃণমূল প্রতিবন্ধ পুনর্বাসন সংস্থার সংযোগিতায় দেড়শজন প্রতিবন্ধীদের মধ্যে কম্বল, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন এমপি মানিক।