প্রবেশন অধ্যাদেশ ১৯৬০ এবং শিশু আইন ২০১৩ বাস্তবায়নে করণীয় শীর্ষক সেমিনার

65

s-3 copyসমাজ কল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অপরাধী সংশোধন ও পুনর্বাসন সংস্থা সিলেটের উদ্যোগে এবং এইচ এম লিগেল এইড সেন্টার ও এফআইভিডিবি সিলেটের সহযোগিতায় গতকাল শুক্রবার প্রবেশন অধ্যাদেশ ১৯৬০ এবং শিশু আইন ২০১৩ বাস্তবায়নে করণীয় শীর্ষক সেমিনার সিলেট জেলা পরিষদ এর হলরুমে অনুষ্ঠিত হয়। প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরীর পরিচালনায় সিলেট জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোঃ ইমান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার নুরে আলম মিনা, সিলেট মহানগর দায়রা জজ আয়কর হোসেন মিদা, সমাজ সেবা উপ পরিচালক আবুল কালাম, জেলা দায়রা জজ মিজানুর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম রুহুল আলম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি