শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

78

এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার ২ ঘন্টা অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টায় এ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি এ এইচ এম ইসরাইল আহমদের সভাপতিত্বে ও সচিব মোঃ শমসের আলীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাকবিশিস সিলেট জেলা শাখার সভাপতি অজয় কুমার রায়, বাকশিস সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, বাশিস সিলেট মহানগর শাখার সভাপতি আহমদ আলী, সচিব জিয়াউর রহমান, সাংগঠনিক সচিব আব্দুল মুমিত, অতিরিক্ত সচিব ফয়সল আহমদ, অর্থসচিব আব্দুজ জাহির, সিলেট জেলা শাখার যুগ্ম প্রচার সচিব সাজিদ মিয়া, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক ললিত মোহন বিশ্বাস, সদস্য তাহমিনা পারভিন, ওসমানীনগর উপজেলা শাখার নেতা আব্দুর রাকিব মানিক, আনোয়ার হোসেন, আব্দুল গফুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আতিকুর রহমান, শাহজালাল জামেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক আহমদ হোসেন, দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, দি এইডেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি পুরকায়স্থ, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, শিক্ষক নেতা ননী গোপাল রায়, আব্দুর বশির মানিক, আতিকুর রহমান, জাকিয়া বেগম, নিপুল আলম, হারুনুর রশীদ, নিজাম উদ্দিন, শাহবাজ মিয়া, শফিকুর রহমান, রিপন চক্রবর্তী, জামাল উদ্দিন, মুন্সী শাসসুদ্দিন, আব্দুল আহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি