জগন্নাথপুরে জেল হত্যা দিবসের র‌্যালি ও সভা

27

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে জাতীয় জেল হত্যা দিবস পালন উপলক্ষে আ’লীগের পৃথক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জাতীয় জেল হত্যা দিবস পালন উপলক্ষে আ’লীগের উদ্যোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আবদুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডনের নেতৃত্বে শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। জগন্নাথপুর পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মনাফের সভাপতিত্বে ও মাস্টার সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের সাবেক উপ-সম্পাদক সামাদ পুত্র আজিজুস সামাদ ডন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ সাবির মিয়া। সভায় বক্তব্য রাখেন, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, মুক্তিযোদ্ধা আবদুল হাফিজ, আ’লীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, নুরুল ইসলাম, মাস্টার মঈন উদ্দিন খান, মতিউর রহমান, তাজ উদ্দিন আহমদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, আ’লীগ নেতা আবদুল কাদির, পৌর আ’লীগের সদস্য সচিব পৌর কাউন্সিলর আবাব মিয়া, পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিল দীপক গোপ, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, বাজার বণিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম-আহবায়ক কালি কুমার রায়, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক পীর ছালিক আহমদ ডন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক আলী, মকসুদুল হক, আকমল হোসেন, জাহাঙ্গীর মিয়া, আক্তার হোসেন প্রমুখ। এছাড়া র‌্যালিতে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-শোর লোকজন অংশ গ্রহন করেন।
এদিকে-জাতীয় জেল হত্যা দিবস পালন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আ’লীগের উদ্যোগে পৃথক ভাবে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আ’লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, কলকলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কান্তি দে দিপাল, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, বাবু চৌধুরী, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল আহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, সাংগঠনিক সম্পাদক সজিব রায় দুর্জয়, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ প্রমুখ।