সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে বিভক্ত হয়েই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা বিবাদমান তিন গ্র“প। জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে পুরাতন বাস ষ্টেশন, জেলা যুগ্ম আহবায়ক আমিনুর রশিদ আমিন ও সৈয়দ শফিকের নেতৃত্বাধীন গ্র“প শহরের উকিলপাড়া এবং যুগ্ম আহবায়ক শফিকুল হকের নেতৃত্ব প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের কাজির পয়েন্ট থেকে ছাত্রদলের জন্ম দিনের আনন্দ র্যালী বের করা হয়। তিন গ্র“পের র্যালীতেই বিভিন্ন উপজেলা থেকে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল সহকারে অংশ নিতে দেখা যায়।
জানা যায়, সুনামগঞ্জ জেলা বিএনপি দীর্ঘদিন ধরে তিন গ্র“পে বিভক্ত। এক গ্র“পের নেতৃত্ব দিচ্ছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আসপিয়া, এক গ্র“পে জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী অন্য গ্র“পের গিলমান-নাদের-শওকত। এরই ধারাবাহিতকায় আসপিয়া গ্র“পে জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল, নাছির গ্র“পে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রশিদ আমিন ও সৈয়দ সফিক এবং গিলমান-নাদের-শওকত গ্র“পে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল হক সফিক অবস্থান নেন এবং আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেন। জেলা বিএনপি নামে এক হলেও কেন্দ্রীয় কর্মসূচি আলাদা আলাদাভাবে পালিত হচ্ছে।
জেলা যুগ্ম আহবায়ক আমিনুর রশিদ আমিন ও সৈয়দ শফিকের নেতৃত্বাধীন গ্র“প জেলা যুগ্ম আহবায়ক আমিনুর রশিদ আমিন ও সৈয়দ শফিকের নেতৃত্বাধীন গ্র“প এর সভায় সভাপত্বিত করেন সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুর রশিদ আমিন, ময়না মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব দেওয়ান জয়নুল জাকেরীন, অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখন, কৃষক দলের সভাপতি আ.ত.ম মিছবাহ, জেলা জিয়া পরিষদ সভাপতি সেরগুল আহমেদ পৌর বিএনপি প্রথম সদস্য নূর হোসেন, সদস্য নজরুল ইসলাম, নূর আলম, জুয়েল আহমেদ, কামাল পাশা, জেলা ছাত্রদলের সাবেক অর্থ স¤পাদক জাকিরুল ইসমাল তপু, সাবেক সংস্কৃতি সম্পাদক হাছানুজ্জামান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম শফিক, ইকবাল হোসেন, আবুল কালাম, জেলা ছাত্রদল নেতা মুছিহুর রহমান জুনায়েদ, মুজাহিদ উদ্দিন রিয়াজ, শাহ্ ফরহাদ, সুজন পাল, আলম, জালাল, আলমগীর, রিগান, সেইকুল, বাবুল আহমদ, ফারুক, আব্দুস শহিদ, রাসেল, সমীরন দে, আজাদ প্রমুখ।
ছাত্রদলের তিন গ্র“পের শহরে র্যালি শেষে কেউ পুরাতন বাস স্ট্যান্ডে, কেউ ট্রাফিক পয়েন্টে ছাত্র সমাবেশে করে। লক্ষণীয় ছিল, আসপিয়া গ্র“প হিসেবে পরিচিত জেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল ইসলাম নূরুলের সমাবেশে ওয়াকিবুর রহমান গিলমান ও আবুল মনসুর মোঃ শওকত যোগদেন।