ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সিলেটে-সুলতানপুর-বালাগঞ্জ সড়কটি সংস্কার বিহীন থাকায় এই সড়কটি এখন জনসাধারণের মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় কয়েক বছর ধরে এই সড়কে বাস, মিনিবাস ও টাউন বাস চলাচল বন্ধ থাকায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। এতে সরকারও রাজস্ব বঞ্চিত হচ্ছে। এই সড়ক দিয়ে প্রতিদিন বালাগঞ্জ, ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক সহ¯্রাধিক মানুষ সিলেট শহরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে আসছেন। কিন্তু সড়কটির ভগ্ন দশায় সংশ্লিষ্ট এলাকার মানুষকে হতাশ করেছে। সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে সংশ্লিষ্ট এলাকাবাসী ও সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বালাগঞ্জ বাজার সংলগ্ন সিরিয়া বাস ও সিএনজি স্ট্যান্ড থেকে সিলেট শহর পর্যন্ত ২৯ কিলোমিটার দৈর্ঘের এই সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং ওঠে গিয়ে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া ক্রমাগতই সড়কের সাইট ভেঙে সড়কটি সরু হয়ে যাচ্ছে। দীর্ঘ সাত বছর ধরে সড়কটি সংস্কারবিহীন থাকায় এই সড়কে যানবাহন চলাচলতো করার দূরের কথা পথচারীও নির্বিঘেœ চলাচল করতে পারছেন না। সড়কটিতে সংস্কার ও প্রশস্তকরণে এলাকাবাসীর দাবীর পরিপ্রেক্ষিতে স্থানীয় এমপি জনসমাগমস্থলে একাধিকবার আশ্বাস দিলেও কার্যত কোনো অগ্রগতি হচ্ছেনা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, দেওয়ান বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফম শামীম, জেলা যুবলীগের সাংগঠনিক এডভোকেট জুয়েল আহমদ, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সভাপতি রাজিউল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক জুনু মিয়া, সাংগঠনি সম্পাদক আফসার আহমদ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেটের সাধারণ সম্পাদক শাহিন আহমদ খান, এম এ কাদির ও এসএম হেলাল প্রমুখ। সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, স্কটল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি শাহনুর চৌধুরী ও দেওয়ান বাজার ইউনিয়েন সাবেক চেয়ারম্যান আফম শামীম বলেন, জনপ্রতিনিধিদের অবহলো ও দায়িত্বহীনতার কারণেই দির্ঘদিন ধরে এই সড়কটি অবহলোয় পড়ে আছে। কিন্তু সড়কটি সংস্কারের দাবিতে এলাকাবাসী সোচ্ছার থাকলেও সেই দাবি অরণ্যের রুদনে পরিণত হয়েছে। বিগত দিনে মাঝে-মধ্যে কিছুটা দায়সারা সংস্কার কাজ করা হলেও তা স্থায়ী হইনি। সংশ্লিষ্ট এলাকার মানুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সড়কটি দ্রুত সংস্কারকরণে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দফতরের দায়িত্বশীলদেরকে এগিয়ে আসতে হবে।