স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলায় জালটাকা ও নকল স্বর্ণালংকারসহ আলমগীর (৪৫) নামেত এক জন প্রতারকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর সদস্যরা। প্রতারক আলমগীর জেলার জামালগঞ্জ উপজেলার শেরমস্তপুর গ্রামের মৃত খোরশেদ আলী পুত্র। তবে আলমগীর বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছে বলে জানান র্যাব-৯।
র্যাব সূত্রে জানা যায়, গত শুক্রবার সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ এস পি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আলমগীর হোসেনের বসত ঘরে অভিযান অভিযান চালিয়ে সাদা কাগজের নকল টাকার ৪টি বান্ডেল, নকল স্বর্ণালংকারসহ প্রতারক আলমগীকে গ্রেফতার করে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর এস পি মোঃ আব্দুল্লাহ এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে শনিবার সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।