সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত বিশেষ সাধারণ সভা বুধবার দুপুরে হাউজিং এস্টেটস্থ সমিতির সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মঈনুদ্দিন এডভোকেট।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট কর অঞ্চলকে মডেল কর অঞ্চল হিসেবে উপহার দিতে চাই। সিলেটবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছে তার ঋণ আমি কখনও পরিশোধ করতে পারিবনা। সিলেট কর বিভাগকে সর্বোচ্চ পর্যায়ে নেয়ার জন্য আমরা চেষ্টা করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম, যুগ্ম কর কমিশনার মাহবুবুল মোর্শেদ, উপ-কর কমিশনার আখেরীজ্জামান। সভায় সর্বসস্মতিক্রমে সমিতির গঠনতন্ত্রের প্রস্তাবিত পরিবর্তন সমুহ সর্বসম্মত ভাবে গৃহিত হয়। অন্যান্যদের বক্তব্য রাখেন, বিটিএলএর সহ-সভাপতি আবিদ আলী চৌধুরী, উপমহাসচিব বদরুল হোসেন, বিভাগীয় কর আইনজীবী সমন্বয় পরিষদেও আহবায়ক মাহমুদুর রহমান, সাবেক সভাপাতি সুপ্রিয় চক্রবর্তী এডভোকেট, স্বপন কুমার রায় দাস এডভোকেট, এম ই এম ইকবালুর রহমান এডভোকেট, সোলেমান হোসেন খান , আলী আকবর, সহ-সভাপতি, সিরাজুল হোসেন আহমদ, শফিকুর রহমান, সৈয়দ কাওছার আআহমদ এডভোকেট, সজল কুমার রায় এডভোকেট, আলী আহমদ এডভোকেট, আজিজুর রহমান এডভোকেট, মৌলভী বাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মগলূ মিয়া এডভোকেট, হবি গঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিভৎসু চক্রবর্তী এডভোকেট প্রমুখ। বিজ্ঞপ্তি