ওসমানীনগরে গর্ত থেকে উদ্ধার হওয়া মহিলা লাশের পরিচয় পাওয়া গেছে

27

ওসমানীনগর থেকে সংবাদদতা :
ওসমানীনগরে গর্ত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মহিলার লাশের পরিচয় পাওয়া গেছে। উক্ত মহিলা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নয়নপুর (মস্তান বাড়ী) গ্রামের আব্দুল মান্নানের মেয়ে সুমি আক্তার তিশা (২৮)। নিহত মহিলার আত্মীয়-স্বজনরা থানায় এসে তার ছবি দেখে নিশ্চিত হন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর বেলা ১টার দিকে এলাকার আব্দুল বারী ও অন্য আরেকজন থানায় ফোন করে জানান দয়ামীরে অজ্ঞাত এক নারীকে খুন করে মাটিচাপা দেয়া হয়েছে। ঘটনার পুরো সংবাদ জানতে কৌশলে আব্দুল বারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে ওই নারীকে তার বাড়িতে রবিবার রাতে খুন করে দয়ামীর বাজারের পশ্চিমে মোকামের পাশে মাটিচাপা দিয়ে মরদেহ গুমের কথা স্বীকার করেন। খুন করতে তাকে আরও কয়েকজন সহযোগিতা করেছেন বলেও জানান বারী। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করে। পরদিন ৪জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের কারা হয়। মামলা নং ৩। উক্ত মামলায় উপজেলার দয়ামীর ইউপির দয়ামীর গ্রামের আব্দুল গনি (৪০), একই ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত হুরমত উল্যার পুত্র আব্দুল বারী (৪০), তার কথিত স্ত্রী পাখি বেগম (২০), কন্যা মোনালিসা (১৩) ও তাজপুর ইউপির মজলিসপুর গ্রামের জনাব আলীর পুত্র সেলিম মিয়া (৩৫)কে আসামী করে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী ওসমানীনগর থানার এসআই মোঃ মমিনুল ইসলাম বলেন, নিহত অজ্ঞাত মহিলার পরিচয় পাওয়া গেছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।