বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সিলেটের বিভাগীয় পরিচালক নিরু শামসুন নাহার। বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে প্রত্যেক নাগরিকদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। দেশপ্রেম ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যক্ষ নেছার আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালকুদার ও দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, অধ্যক্ষ নেহারুন নেছা, ছয়ফুল হক চেয়ারম্যান, প্রকৌশলী একে আনোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন, প্রাণী সম্পাদ কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, বিআরডিবি সচিব শাহ আলম, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, সোহেল আহমদ, বদরুল ইসলাম মহসিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ।
এদিকে সকালে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে সততা স্টোরের জন্য মফিজ আলী স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ ও বিশ্বনাথ কামিল মাদ্রাসার অধ্যক্ষকে ৫ হাজার টাকা করে পৃথক দুটি চেক হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা কৃষি অফিসার আলী নুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমির কান্তি দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মির সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ মধু মিয়া, হাজী মঈনুর রহমান, মসাহিদ আলী, বিশ্বনাথ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নোমান আহমদ, পল্লীবিদ্যুৎ ডিজিএম কমলেশ বর্মণ, উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার, আনসার বিডিপির কর্মকর্তা পারভেজ মিয়া ও সাংবাদিক অসিত রঞ্জন দেব।