স্মার্ট নাগরিক হতে হলে নিজেকে কাজের মধ্যে নিয়োজিত রাখতে হবে : পুলিশ সুপার

17

স্মার্ট নাগরিক হতে হলে নিজেরদেকে কাজের মধ্যে নিয়োজিত রাখার আহŸান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি গতকাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জেলা তথ্য অফিস, সিলেট কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেট এর অধ্যক্ষ চৌধুরী মামুন আকবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিস, সিলেট এর উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামীম খান, সহযোগী অধ্যাপক ড. মোঃ দিদার চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম। বক্তারা সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরও বলেন-সৎ চিন্তা চেতনায় নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করলে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব, তেমনি সুস্থ জীবন যাপন করাও সম্ভব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন-নিজের চাহিত লক্ষ্য স্থির করে সেভাবে অগ্রসর হলে অবশ্যই লক্ষ্য স্থানে পৌঁছা সম্ভব হয়। অন্যের প্ররোচনায় নয় বরং নিজেদের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করা অনেকাংশেই সহজতর। তিনি বলেন-স্বাধীন এ দেশে স্বাধীনতার সুফল তখনই জাতি উপভোগ করবে যখন সর্বস্তরের মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনস্বার্থে নিজেদেরকে উৎস্বর্গ করতে পারবে। জাতির পিতা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী মাধ্যমে বাস্তবায়নে সকলকে অংশীদার হওয়ার আহŸান জানান তিনি। সকলকে ভালো কাজ করার উৎসাহ দিয়ে তিনি বলেন-দিন শেষে নিজেদের কর্মের হিসাব করলে ভালো ও মন্দ কাজের পরিসংখ্যান পাওয়া যাবে। জনসচেতনতামূলক এ ধরনের কর্মসূচি অব্যাহতভাবে পালনের জন্য তিনি আয়োজক প্রতিষ্ঠানে অনুরোধ জানান। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, মাদ্রাসার প্রিন্সিপালসহ বিপুল সংখ্যক প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।