কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের একটি লেবু বাগানে দুর্বৃত্তরা রাতের আঁধারে দা দিয়ে কুপিয়ে বেশ কিছু লেবু গাছ কেটে ফেলে। শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময়ে এ ঘটনাটি ঘটে।
রবিবার দুপুরে লেবু বাগানের মালিক শমসেরনগরের এনামুল হক (শামীম) বলেন, তিনি জমি কিনে চার বছর আগে বৈদ্যনাথ গ্রামে ৪ একর জমিতে ৫০ হাজার আনারসের চারা রোপন করেন। আনারসের মাঝে মাঝে সমন্বিত উপায়ে ২ হাজার এলাচি লেবুর চারা রোপণ করেছিলেন। সম্প্রতি আবার এ বাগানে সমন্বিত উপায়ে পেঁপের চারা রোপনেরও উদ্যোগ গ্রহণ করেন। রোপিত লেবু গাছগুলোতে আসছে মৌসুমে ফল আসার কথা। এরই মাঝে শনিবার দিবাগত রাতের আঁধারে দুর্বৃত্তরা এ লেবু ও আনারস বাগানে ঢুকে দা দিয়ে কুপিয়ে প্রায় ৩০টি লেবু গাছ কেটে ফেলে।
এনামুল হক আরও বলেন, তার সাথে তো এখানো কারো কোন নিরোধ নেই। বরং তিনি এ এলাকার সবার সাথে সু-সম্পর্ক রেখে সবাইকে সহযেগিতা করে চলেন। তার পরও কে বা কারা এই দুর্বৃত্তায়ন করে লেবু গাছ কেটে ফেললো। এ ব্যাপারে তিনি থানায় একটি সাধারন ডায়েরী করবেন বলেও জানান।
পতনউষার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সাজিদ আলীও দুর্বৃত্তের দায়ের কূপে এনামুল হকের লেবু বাগানের কিছু লেবু গাছ কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করে এলাবাসীর সহযোগিতা নিয়ে দুর্বৃত্তদের খোঁজে বের করা চেষ্টা করা হবে। অন্যতায় দুর্বৃত্তরা পরবর্তীতে আরও কোন বাগানে এভাবে গাছের চারা কেটে ফেলতে পারে।