জহিরুল কায়সার তালুকদার :
তপ্ত হৃদয় বালুকাময় ভগ্ন আশার দোলাচলে,
তিক্ত সময় ক্ষিপ্ত সবে একলা পথে নয়নকূল।
জীবন পরে বিষাক্ততা ভাসছে সবে মনাচলে,
মগ্ন সাধক প্রেম পরে তান্ত্রিকতায় মন্ত্র ভুল।
চরাঞ্চলে কৃষ্ণ মানিক শেফায় করে প্রেমদান,
জীর্ণবসন কবির আপন রিক্ত সঙ্গী নিত্যকার।
বিষণ্ণতায় পুড়ছে হিয়া জলধারায় মিছে মান,
সঙ্গোপনে লড়ছে আহা প্রেমে ভেসে একাকার।
রপ্ত বাচন বুলান ভারি কর্দমাক্ত সবুজ গ্রাম,
শিমুল তলায় আসন ভাগে ঋষীরক্তে বহমান।
শুভ্ররাঙা ওড়নায় হাসে গোলাপগুচ্ছ অবিরাম,
মুক্ত পাখির ডানায় উড়ে গগনপুরের স্বপ্নযান।
ত্রিপুরের লক্ষ্মী তারা কোমল ওষ্ঠে চাঁদেরহাট,
রক্তজবায় ললাটভূষণ জামদানীতে রূপবান।
কৃষ্ণপ্রেমে রাধে পাগল, বৃন্দাবনের জলেরঘাট,
কলসি কাঁখে এলোকেশী ভাটিয়ালীর সুরগান।