দিরাইয়ে এসপিএল প্রজেক্ট ওরিয়েন্টেশন সভা

23

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাইয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এসপিএল প্রজেক্টের উদ্যোগে প্রজেক্ট ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার একটি কমিউনিটি সেন্টারে উপজেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, রাজনীতি হচ্ছে মানুষের জন্য। রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে তবে প্রতিহিংসা নয়। দিরাইয়ে রাজনৈতিক সহিষ্ণুতা নেই। তবে আমরা যে অবস্থায় আছি তা স্থায়ী করতে চাই। এজন্য সরকারী দলকে উদ্যোগ নিতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর রাজনৈতিক প্লাটফর্ম আমরা তৈরী করে যাবো। যাতে নতুন প্রজন্ম সন্ত্রাস নয় রাজনীতিতে উৎসাহিত হবে। এসপিএল প্রজেক্টের মাধ্যমে আমরা সচেতন হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিরাইয়ে অবাদ সুষ্ঠু একটি নির্বাচন দেখতে চাই।
এসপিএল প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাহবুব হোসেনর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসপিএল প্রজেক্টের পিও একে কুদরত পাশা। আলোচনায় অংশ নেন দিরাই উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট সোহেল আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সরদার, জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুবলীগের সভাপতি রঞ্জন রায়, কৃষকলীগের সভাপতি তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক সরদার, যুবলীগ নেতা মোহন চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার, পৌল ছাত্রদলের সভাপতি ওবাদুর রহমান চৌধুরী মিশু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া প্রমুখ।