সিকৃবিতে উচ্চ মূল্যের সবজির উৎপাদনের কলাকৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ

98

সিলেট অঞ্চলে উন্নতজাতের সবজির চাষ উন্নয়ন সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে উচ্চ মূল্যের সবজির উৎপাদনের কলাকৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালায়  অনুষ্ঠিত হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আবুল কাশেম, সিলেট অঞ্চলে উন্নতজাতের সবজির চাষ উন্নয়ন সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শহীদুল ইসলাম, সহকারি প্রকল্প পরিচালক অধ্যাপক আশরাফুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্যানতত্ব বিভাগের সহকারি অধ্যাপক জান্নাতুল ফেরদৌসি ও অনিমেষ দাস, প্রভাষক দীপক দেবনাথ সহ অন্যান্যরা।
কর্মশালায় সিলেট বিভাগের ২০ জন কৃষক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি