বর্তমান সরকার অস্থির রাজনীতির মাধ্যমে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে প্রতিক্রিয়া ব্যক্ত করে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল হক জালালাবাদী, সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ মাওলানা নওফল আহমদ, মাওলানা মুজাম্মিল হক, মাওলানা নুরুল হক, হাফিজ মাওলানা ফখরুল আলম সিরাজী, মাওলানা কুতুব উদ্দিন সিরাজী, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ প্রমুখ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, গণতন্ত্রের লেবাসে বাকশালী কায়দায় সরকার এখন দেশ পরিচালনা করছে। অতীতেও আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল। বর্তমানে এ সরকার গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সারাদেশে দলের কর্মসূচিতে বাধা দিয়ে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে পুলিশ, আরেকদিকে সরকার দলীয় বাহিনী দিয়ে কর্মসূচি বানচাল করা হচ্ছে। শুধু তাই নয় সুষ্ঠুভাবে মিছিল-সমাবেশে করার পরও বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে পুলিশ এসল্ট মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সরকারকে স্বৈরতান্ত্রিক মনোভাব ত্যাগ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করতে হবে। নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের পর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে রাজনৈতিক সংকটের সুরাহা হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি