স্টাফ রিপোর্টার :
নগরীর পশ্চিম রামেরদীঘিরপারে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে একটি বাসা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্বপ্নীল-৪০নং (চৌধুরী ভিলা)-তে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলেই ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার পূর্বেই ঘরের সবকিছু পুড়ে যায়। বাসায় পৌঁছার রাস্তা সরু হওয়ায় গাড়ি ও ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো পৌঁছতে পারেনি।
জানা যায়, গতকাল দুপুর দেড়টার দিকে রামেরদিঘীরপারস্থ স্বপ্নীল-৪০নং বাসায় (চৌধুরী ভিলা) বৈদ্যুতিক গোলযোগ থেকে হঠাৎ আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বাসার লোকজন বাইরে বেরিয়ে আসলেও ঘরের মালপত্র বাইরে বের করা সম্ভব হয়নি। এতে পুড়ে গেছে ঘরের সকল মালপত্র।
ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, বাসার বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেলেও ওই বাসা থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।