মৌলভীবাজারে সিরিজ বোমা হামলার মামলায় একজনের যাবজ্জীবন

44

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারে বোমা বিস্ফোরণ মামলায় এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার মৌলভীবাজার ২নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি কামাল উদ্দিনের বাড়ি নেত্রকোণা জেলার বালিজুড়ি গ্রামে।
আদালতের পাবলিক প্রসিকিউটর এ এস এম আজাদুর রহমান জানিয়েছেন, ২০০৫ সালে ১৭ আগষ্ট সারা দেশে সিরিজ বোমা হামলার দিন মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধের অভিযোগ ছিল কামাল উদ্দিনের বিরুদ্ধে। সাক্ষী-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত কামাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন এবং টাকা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন।
তিনি জানান, এ মামলায় মোট চার জন আসামী ছিলেন। অন্য তিন আসামীর বির“দ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।