কানাইঘাটে নবজাতক সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ

70

কানাইঘাট থেকে সংবাদদাতা
KANAIGHAT PICকানাইঘাটর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ভাটিবারাপৈত গ্রামের বিধবা আফিয়া বেগম (৩০) এর গর্ভে বিবাহ বহির্ভূত নবজাতক সন্তান জন্ম নেওয়ার পর তাকে গলাটিপে হত্যার অভিযোগে আফিয়া বেগমকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায় বিধবা আফিয়া বেগম গত শুক্রবার বেলা আনুমানিক ১টার দিকে তার পিত্রালয়ে ভাটিবারাপৈত গ্রামের নিজ বসত ঘরে এক কন্যা সন্তানের জন্ম দেন। জন্ম নেওয়া সন্তানটি সবার অগোচরে আফিয়া বেগম গলাটিপে হত্যা করে বসত বাড়ির পিছনের একটি বাঁশ ঝাড়ের পাশে মাটির গর্ত করে পুতে রাখেন। পরে বিষয়টি আফিয়া বেগমের সৎ মা সহ অনেকে জেনে থানা পুলিশকে অবহিত করলে থানার এস.আই আবু কাওছার ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃত নবজাতকের লাশসহ সন্তান হত্যার অভিযোগে মা আফিয়া বেগমকে গ্রেফতার করেন। মৃত নবজাতকের লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে পোষ্টমর্র্টেম ও ডিএনও টেষ্ট পরীক্ষা করার জন্য সিলেট সিওমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর কাছে এবং থানায় এসে কর্মরত সাংবাদিকদের আফিয়া বেগম বলেন নবজাতক সন্তানের পিতা পাশ্ববর্তী দীঘিরপার ইউপি’র  লন্তিরমাটি গ্রামের প্রভাবশালী আবুল ফয়েজ চৌধুরীর পুত্র সাকিব আহমদ চৌধুরী (২৭)।  আফিয়া বেগম আরো জানান প্রায় ১১ বছর পূর্বে তার স্বামী মারা যান। সাত বছরের তার একটি মেয়ে রয়েছে। পিত্রালয়ে বসবাস করে বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালান তিনি। অনুমান গত ৯ মাস থেকে তিনি আবুল ফয়েজ চৌধুরীর বাড়িতে গৃহস্থলীর কাজ করতেন। এই সুযোগে তার পুত্র সাকিব আহমদ চৌধুরী বাড়ির সবার অগোচরে জোরপূর্বকভাবে তাকে অবৈধ ভাবে শারীরিক সম্পর্ক করতে বাধ্য  করে। সাকিব বেশ কয়েকদিন তাকে ধর্ষণ করলে তার গর্ভ হলে তিন মাস পূর্বে বিষয়টি আফিয়া বেগম সাকিবকে জানালে সে তাকে প্রাণে হত্যার হুমকি দেয়। এবং ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে হত্যা ও  বাড়ি ঘর পুড়িয়ে ফেলার হুমকি দিলে তিনি তাদের বাড়িতে একমাস ধরে ঝিয়ের কাজ বন্ধ করে দেন। সামাজিক লাজ লজ্জার ভয়ে তিনি তার গর্ভ ধারণের ঘটনাটি কাউকে বলেননি। গত শুক্রবার ১ টার দিকে নবজাতক সন্তান নিজ ঘরে জন্ম দেওয়ার পর তাকে বাড়ির পিছনের বাঁশ ঝাড়ের মাটি চাপা দেন বলে ঘটনাটি স্বীকার করেন আফিয়া বেগম। তবে গলাটিপে নবজাতক সন্তানকে হত্যার বিষয়টি অস্বীকার করেন তিনি। স্থানীয় লোকজন জানিয়েছেন, আফিয়া বেগম একজন হত দরিদ্র বিধবা মহিলা। তার সরলতার সুযোগ নিয়ে প্রায়ই বখাটে প্রকৃতির সাকিব আহমদ চৌধুরী তার বাড়িতে এসে অবৈধ ভাবে মেলামেশা করার ফলে এই সন্তানের জন্ম হয়েছে। ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নবজাতকের জন্মদাতা পিতাকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। থানার ওসি (তদন্ত) মো: নুনু মিয়া জানিয়েছেন, নবজাতক সন্তানকে হত্যার অভিযোগে আফিয়া বেগমকে গ্রেফতার করে শনিবার ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। পোষ্টমর্টেম রিপোর্টের পর সে তার সন্তানকে গলাটিপে হত্যা করেছে বলে প্রমাণ হলে আফিয়া বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে এবং নবজাতক সন্তানের জন্মদাতা সাকিব আহমদ চৌধুরী হলে তার বিরুদ্ধে নবজাতকের ডিএনও টেস্টের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।