হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী সিরাতুন্নবী (সা:) কমিটি সিলেটের মহাসম্মেলনে যোগ দেয়া উদ্দেশ্যে বাংলাদেশ বিমানে আগামী ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছবেন। তিনি ঐদিন দুপুর ২টায় শুরু হওয় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে সীরাতুন্নবী সা. মহাসম্মেলন বাদ এশা প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করবেন। সম্মেলনে প্রধান অতিথ হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী। এছাড়াও সিলেটের শীর্ষ ওলামায়ে কেরাম সম্মেলনে উপস্থিত থাকবেন।
এদিকে সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলন সফল করতে সিরাতুন্নবী (সা:) কমিটি সিলেটের নেতৃবৃন্দ ১৫ দিনব্যাপী সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক দেশের সাথে এবং জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষ করেছেন।
সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী জুবায়ের আহমদ ও সদস্য সচিব মাওলানা ক্বারী মুখতার আহমদের নেতৃত্বে গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আলহাজ¦ কারী মোঃ একরামুল আজিজ একরাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, কারী হেলাল আহমদ, আজমল হোসেন চৌধুরী প্রমুখ।
সম্মেলন সফল ও সার্থক করার জন্য সিলেটবাসীর সার্বিক সহযেগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি