কুঁচকির চোটে ছিটকে গেলেন ওয়ার্নার

10

স্পোর্টস ডেস্ক :
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের শিখর ধাওয়ানের শট থেকে রান বাঁচাতে ডাইভ দেয়ার সময় কুঁচকিতে চোট পাওয়া অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন।
ওয়ার্নারের ইনজুরি এতোটাই বাজে যে অজি শিবিরে আসন্ন টেস্ট সিরিজেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। আসন্ন টি-টোয়েন্টির জন্য দলে বাঁ হাতি এই ওপেনারের বদলি হিসেবে ডাক পেয়েছেন ওপেনার ডি-আর্চি শর্ট। শেষ ওয়ানডেতে অবশ্য একাদশে ওয়ার্নারের জায়গায় ম্যাথু ওয়েডের খেলার সম্ভাবনা বেশি।
এদিকে, ফর্মে না থাকায় টি-টোয়েন্টি সিরিজে পেসার প্যাট কামিন্সকে বিশ্রামে রাখা হয়েছে। ওয়ানডে সিরিজে তেমন ভালো করতে না পারায় তার ব্যাপারে এই সিদ্ধান্ত নেয়া হয়, যাতে করে টেস্ট সিরিজের জন্য তিনি নিজেকে যথাযথভাবে প্রস্তত করতে পারেন। চলতি সিরিজের আগে ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ ও আইপিএলে টানা খেলার মধ্যে ছিলেন এই ফাস্ট বোলার। তার কোনো বদলি দলে নেয়া হয়নি।