ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে পৃথক দু’টি সংঘর্ষে কমপক্ষে ৩৫ ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর নতুন বাজার ও জাহিদপুর পুরান বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদপুর গ্রামের দবির মিয়া ও রুবেল আহমদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে জাহিদপুর নতুন বাজারে দু’পক্ষের সংঘর্ষে মইজ উদ্দিন সাধু (৬৫), আছাব আলী (৫৫), জহুর আলী (৪৫), কাওছার আহমদ (২৬), গৌছ আলী (৪০), মিন্টু মিয়া (২২), গয়াছ আহমদ (৪৫), দবির মিয়া (২৮), আকলুছ আলী (৪২), আনর আলী (৫৫), মো. আলী (২৭), আবদুল জলিল (৭০), রহমত আলী (২৬), আবদুল খালিক (৪৮), নিজাম উদ্দিন (৫৫), জলাল উদ্দিন (৩৫), আবদুল বসির (৬৫), মনির উদ্দিন (২৬), মোহাম্মদ আলম (২৬), মিটু (১১), তোফায়েল (১৮) ও একই সময়ে জাহিদপুর পুরানবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহিদপুরের ইব্রাহিম আালী ও নরসিংহপুরের আবদুল মতিনের মধ্যে মারামারির ঘটনায় ইব্রাহিম আলী গুরুতর আহত হয়। পৃথক ঘটনায় ১১জনকে সিলেট ওসমানী হাসপাতালে ও অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া ও ইউপি সদস্য আবুল খায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনা নিষ্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।