সিলেট দক্ষিণ সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১ টায় নবারুন উচ্চ বিদ্যালয়ে ৫০ জনকে এন্ড কলেজ এবং বাদ জুম্মা গ্লোডেন ফিচার একাডেমিতে ৬০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক ইনক’র সভাপতি ইশতাকুল হোসেন, সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সহ-সভাপতি শাহ কামাল উদ্দিনসহ সকলের আর্থিক সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে গোল্ডেন ফিউচার একাডেমির পরিচালক মো. আল মামুনের সঞ্চালনায় এবং আবদুস সামাদ আছাদ ও আলা উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ মুরব্বি হাজী সজ্জাদ মিয়া কাপ্তান, গোল্ডেন ফিউচার একাডেমি’র প্রিন্সিপাল ও পরিচালক সারওয়ার হোসন,গোল্ডেন ফিউচার একাডেমি’র পরিচালক মনিরুল ইসলাম তুরণ, সমাজসেবক তুহিন চৌধুরী, হাজী পাবেল, আলতাফ হোসেন, মাহবুব আহমদ চৌধুরী, রাসেল আহমদ রানা, সাংবাদিক সুলতান সুমন, শামীম আহমদ, আল মাছুম, খায়রুল আমিন, আবু সালেহ, রাজ খান ইমন সহ প্রমুখ।
উল্লেখ্য, বন্যাদুর্গতদের সাহায্যার্থে দক্ষিণ সুরমার ১০টি ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া প্রদান করে যাচ্ছে সিলেট দক্ষিণ সুরমা নিউইয়র্ক সমিতি ইনক। এরই ধারাবাহিকতায় সিলাম ইউনিয়নের গোল্ডেন ফিউচার একাডেমি ও নবারুন উচ্চ বিদ্যালয়ে ১১০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি