নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জ বাহুবল আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলেছেন, সামাজিক বিভিন্ন ইতিবাচক কাজের মাধ্যমে সমাজের অবক্ষয় দূর করা সম্ভব। সামাজিক সংগংঠন আলোকিত ব্যাচ ৯৫ এর অনেক মেধাবী লোকজন বিভিন্ন সামাজিক কাজ করে নবীগঞ্জবাসীর প্রশংসা পেয়েছে। তাদের এই ধারাবাহিকতা অটুট রাখতে সবাইকে সহযোগিতা করা প্রয়োজন। তিনি ১২ মার্চ শনিবার দুপুরে নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মিলানায়তনে নবীগঞ্জ আলােকিত ৯৫ ব্যাচের রজত জয়ন্তি পালন উপলক্ষে প্রকাশিত স্মরণিকা প্রয়াস এর মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি মোঃ শামীম আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানর ওসি মোহাম্মদ ডালিম আহমদ, নবীগঞ্জ জে.কে সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মো আব্দুস সালাম।
স্বাগত বক্তব্য রাখেন মোঃ রুবেল মিয়া।
বক্তব্য রাখেন, ড. সুদীপ চক্রবর্ত্তী, সাইফুর রহমান খান, উত্তম কুমার পাল হিমেল, আশফাকুজ্জামান চৌধুরী, জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, লেবু আহমদ জেবু প্রমুখ। সভার শুরুকে কোরআন তেলওয়াত করেন আবু হুরায়ুরা মামুন, গীতা পাঠ করেন ধনঞ্জয় দেবনাথ।