রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সেমিনারে বক্তারা ॥ এইডস ও মাদকের ভয়াবহতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রয়োজন

42

DSC_7110 copyরোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে এইডস ও মাদকদ্রব্যের ভয়াবহতা শীর্ষক সেমিনার ও তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় সম্প্রতি নগরীর একটি হোটেলে। প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি। তিনি বলেন, এইচআইবি এইডস ও মাদকদ্রব্যের অপব্যবহার মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে সিলেট অঞ্চল। সীমান্তবর্তী ও প্রবাসী অধ্যুষিত এলাকার কারণে এর প্রকোপ বেড়েছে। নতুন প্রজন্মকে এ ব্যাধি থেকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। সর্বোপরি ধর্মীয় ও নৈতিক শিক্ষা জোরদার করার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। সেপ্টেম্বর নিউ জেনারেশেন মাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট নিরঞ্জন দাস। বর্ণিল অনুষ্ঠানে রোটারিয়ান তাজুল ইসলাম হাসান আল-কোরআন তেলায়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি জিয়াউল হক পিএইচএফ, রোটারিয়ান পিপি এমদাদ হোসেন আরএফএসএম, ক্লাব সেক্রেটারী এম এ রহিম। বিজ্ঞপ্তি