গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাক্সিক্ষত উন্নয়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ ——আবুল কাহের শামীম

27

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- ক্ষমতাসীন অবৈধ আওয়ামী বাকশালী সরকার মানুষের ভোটাধিকার হরন করে বন্দুকের নলের জোরে ক্ষমতায় ঠিকে আছে। তাই তারা দেশের উন্নয়নের পরিবর্তে লুটপাটে ব্যস্ত রয়েছে। দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে তারা জনদুর্ভোগ সৃষ্টি করছে। চাল নিয়ে তারা চালবাজীতে ব্যস্ত রয়েছে। দ্র্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। আওয়ামী দুঃশাসন থেকে জনগণকে মুক্ত করতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর কাংখিত উন্নয়ন করতে আমি অঙ্গীকারাবদ্ধ।
তিনি গতকাল শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলার স্থানীয় হেতিমগঞ্জ বাজারে তৈয়বা কমিউনিটি সেন্টারে ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আজম সাইস্তার সভাপতিত্বে, ইউনিয়ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠিত বিশাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
ছাত্রদল নেতা শেখ ইমরানের পবিত্র কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি মহিউচ্ছুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নছিরুল হক শাহীন, জেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম ময়ুর, ডাঃ আব্দুল গফুর, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক দম্পাদক কামাল মিয়া, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সহ-প্রকাশনা সম্পাদক ছালিক আহমদ চৌধূরী, ফুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, উপজেলা যুবদল সভাপতি ও পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, জেলা বিএনপির সদস্য সেলিম আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মুরাদ হোসেন, কাজী মেরাজ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, ওসমান গনি, জামাল আহমদ খান, আব্দুর রউফ, ফখর উদ্দিন, আকবর আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি লিটন আহমদ, যুবদল নেতা সালাহ উদ্দিন রিমন, রায়হান আহমদ, বদরুল আহমদ, আজিজুল হক আরজু, সুপ্রজিত দাস, ছাত্রদল নেতা বোরহান উদ্দিন রাহেল, সিহাব খান, সাঈদুর রহমান সাঈদ, মাহবুবুল আলম সৌরভ, আফজাল হোসেন, বিপুল হোসেন, আব্দুল আহাদ সুমন, সেলিম মিয়া, জাকারিয়া আহমদ ও জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট জেলা, গোলাপগঞ্জ উপজেলা-পৌর ও ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ফরম পূরণের মধ্য দিয়ে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি