সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, বিশ^কে জয় করতে হলে কলমের শক্তিকে আরো শাণিত করতে হবে। মানুষের মধ্যে ন্যায়বোধ ও ভালোবাসার প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। মানুষ অমৃতের সন্তান, তাই স্বপ্নকে প্রসারিত করে উদ্যমী হয়ে সমাজের অনাচার-অবিচার এবং অসঙ্গতিগুলো তুলে ধরতে হবে। আশা করি ‘মাসিক সিঙ্গের কাছ বার্তা’ সেই কাজ করে যাবে।
‘মাসিক সিঙ্গের কাছ বার্তা’ পত্রিকার সম্পাদনা পরিষদ আয়োজিত সিঙ্গের কাছের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতির ধারক বাহক প্রথমবারের মত প্রকাশিত ‘মাসিক সিঙ্গের কাছ বার্তা’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেমুসাসের সহ সভাপতি প্রবীণ সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিনের সভাপতিত্বে গত বৃহস্পতিবার বিশ^নাথের সিঙ্গের কাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘মাসিক সিঙ্গের কাছ বার্তা’র সম্পাদক এইচ এম আরশ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সিনিয়র সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আ ন ম শফিকুল হক, বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক সেলিম আউয়াল এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি-গবেষক মুসা আল হাফিজ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ^নাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, ‘মাসিক সিঙ্গের কাছ বার্তা’র নির্বাহী সম্পাদক এডভোকেট আ ফ ম জামাল উদ্দিন, নজরুল ইসলাম হান্নু মিয়া, শফিক আহমদ পিয়ার, মো. ছাবির উদ্দিন, জামিলুর রহমান জামিল, হাফিজ মো. আরব খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আব্দুল লতিফ।
সভাপতির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ মুহম্মদ বশিরুদ্দিন বলেন, সিঙ্গের কাছ অনেক জ্ঞানী-গুণী মানুষের জন্ম দিয়েছে। যারা আজ দেশ-বিদেশে বিভিন্ন স্থানে সমাদৃত। আশা করি, সিঙ্গের কাছ বার্তা সমাজের মধ্য থেকে গুণী মানুষকে বের করে নিয়ে আসবে। বিজ্ঞপ্তি