মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল রবিবার সন্ধ্যায় নগরীর মিরাবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিএনপি নেতা প্রভাষক আজমল হোসেন রায়হান এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ’র পরিচালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচীর প্রথম দিন ২০ ফেব্র“য়ারি দুপুর ৩টায় নগরীর মীরাবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্র“য়ারি সিলেট নগরীর মীরা বাজার থেকে মহান একুশে উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হবে এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে।
সভায় বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সমাবেশে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দবী করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রতাহারের জোর দাবী জানান। বিজ্ঞপ্তি