বড়লেখা থেকে সংবাদদাতা :
বড়লেখায় হাকালুকি হাওরে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। শুক্রবার হাকালুকি হাওরের এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে। বিকেলে ওই জেলে মাছটি স্থানীয় কানোনগো বাজারে নিয়ে এলে উৎসুক জনতা তা দেখতে ভীড় করেন।
তবে প্রত্যক্ষদর্শী কেউই এ মাছটি দেখে চিনতে না পারলেও উপজেলা মৎস্য অফিস জানিয়েছে মাছটির নাম ‘সাকার মাউথ’ ক্যাটফিশ। বড়লেখা উপজেলা মৎস্য অফিসের তথ্য সংগ্রহকারী
সামছুল হাসান জানান, সম্প্রতি হাকালুকি হাওরে জেলেদের জালে এ মাছটি ধরা পড়েছিল। গত কয়েকদিন আগে সোনাই নদীতে এক জেলের জালে দ্বিতীয়বারের মতো এ মাছটি ধরা পড়ে। এনিয়ে তৃতীয়বারের মতো এ মাছটি ধরে পড়ল।
তিনি বলেন, মাছটির বৈজ্ঞানিক নাম ‘সাকার মাউথ’ ক্যাটফিস। এটি সৌন্দর্যবর্ধনের জন্য অ্যাকিউরিয়ামে রাখা হয়।