বিপিএলকে স্বাগত জানিয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থার বর্ণাঢ্য আনন্দ র‌্যালী

39

প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটকে স্বাগত জানিয়ে সিলেটে বুধবার বর্ণাঢ্য আনন্দ র‌্যালী করেছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। বিকেল ৩টায় সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে আনন্দ র‌্যালী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। হাতি, ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র, ট্রাকে সংগীত শিল্পী, মোটরসাইকেল ও সাইক্লিস্টদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরবাসীকে আকৃষ্ট করে।
র‌্যালীতে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক তাহমিন আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান আহমদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য সৈয়দ তকরিমুল হাদি কাবি, বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সভাপতি কামরান আহমদ, সাবেক ক্রিকেটার ওয়াশিকুজ্জামান অনি, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, রাজনীতিবিদ মকবুল আহমদ, সদর উপজেলা স্পোর্টস অ্যাকাডেমির আহ্বায়ক ইকলাল আহমদ, সদস্য সচিব, সাংবাদিক ওলিউর রহমান, প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সহকারী সম্পাদক এহিয়া আহমদ সুমন, আমিনুল ইসলাম পাপ্পু, আলী বাহার, সাইফুদ্দিন আহমেদ সাবের, মনোয়ার হোসেন মঞ্জু, জামাল আহমদ, পাপ্পু দেব প্রমুখ। র‌্যালীতে আরকুম শাহ শিল্পী গোষ্ঠি ও সাইক্লিস্ট কমিউনিটি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি