সিলেট-৬ আসনে জাপার প্রার্থীতা ঘোষণা করলেন এড. এবাদ হোসেন

57

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থীতা ঘোষণা করেছেন এডভোকেট আলহাজ্ব 30.09মোহাম্মদ এবাদ হোসেন। গত শুক্রবার রাতে বিয়ানীবাজার পৌরশহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের জাপার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এডভোকেট এবাদ হোসেন বলেন, সিলেট-৬ আসন জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। এ আসন থেকে পরপর দু’বার (১৯৯৮ ও ১৯৯১) জাপার প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এককভাবে আগামী নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। এজন্য সিলেট-৬ আসনে নির্বাচন করার জন্য আমাকে গ্রীণ সিগন্যাল দেওয়া হয়েছে।
এডভোকেট এবাদ আরও বলেন, পার্টির নেতাকর্মীদের সুসংগঠিত করতে আমি কাজ শুরু করেছি। ইতিমধ্যে দু’উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় হয়েছে। তাঁরা আমাকে সর্বাত্মক সহযোগীতা করার প্রতিশ্র“তি দিয়েছেন।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ সরকারের আমলে এ দু’উপজেলায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। আবারও জাতীয় পার্টি ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এমপি প্রার্থী এবাদ বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারে আমলে শেখ হাসিনা ও খালেদা জিয়া দুর্নীতির কারণে জেল খেটেছেন। কিন্তু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ বহাল তবিয়তে ছিলেন। এ থেকে প্রমাণ হয়েছে এরশাদ তাঁর শাসনামলে কোন দুর্নীতি করেননি।
জাতীয় পার্টির যুক্তরাজ্য শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবাদ হোসেন আরও বলেন, জাপা জ¦ালাও-পোড়াও রাজনীতিতে বিশ^াস করেনা। দেশের উন্নয়নের স্বার্থে বর্তমান সরকারের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে জাপা কাজ করছে।
তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে উপজেলা পরিষদ ব্যবস্থা চালু করেছে। পার্টির চেয়ারম্যানের শেষ ইচ্ছা হচ্ছে, আরেকবার ক্ষমতায় গিয়ে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা। এ ব্যবস্থা চালু হলে দেশের সুষম উন্নয়ন সম্ভব হবে।
এডভোকেট এবাদ হোসেন দু’উপজেলার মানুষের কাছে দোয়া চেয়ে আগামী নির্বাচনের সকল কার্যক্রমে তাঁর পাশে থাকার অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি ভাঙ্গাচোরা রাস্তাঘাট সংস্কারে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি’র প্রতি আহ্বান জানান।
এ সময় বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলী আহমদ বদরুছ ছালাম, অন্যতম সদস্য মো. দেলওয়ার হোসেন, পৌর জাপার সভাপতি মো. শামছ উদ্দিন রানা, জাপা নেতা কামরুল ইসলাম বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এডভোকেট আলহাজ মোহাম্মদ এবাদ হোসেন বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ এবং লন্ডনে রাজনীতির পাশাপাশি আইনপেশার সাথে জড়িত রয়েছে। ব্যক্তিগত জীবনে এবাদ হোসেন স্ত্রী, ৩ পুত্র ও এক কন্যা সন্তানের জনক। বিজ্ঞপ্তি