কানাইঘাট হলি হেলথ্ হাসপাতালে প্রথম সিজার অপারেশন সফল ভাবে সম্পন্ন

158

কানাইঘাট থেকে সংবাদদাতা :
বেসরকারী প্রাইভেট ক্লিনিক কানাইঘাট হলি হেলথ হাসপাতালে প্রথম সিজার অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। H H Sগত বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের দেলোয়ার হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী পাপিয়া বেগমের প্রশব ব্যথা উঠলে তাকে পরিবারের লোকজন কানাইঘাট উপজেলা সদরে অবস্থিত হলি হেলথ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গণ তাৎক্ষণিক ভাবে পাপিয়া বেগমের নরমাল ডেলিভারী না হওয়ায় সিজার অপারেশনের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তার পরিবারের সম্মতিতে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ অপারেশন থিয়েটারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সাবেক অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন প্রফেসর ডাঃ আয়েশা রহিমের নেতৃত্বে তার সহযোগী ডাঃ আবুল খায়ের চৌধুরী, ডাঃ শামীম আলম, ডাঃ গিয়াস কামাল চৌধুরী মাছুম, এহিয়া আহমদ খান, জুবের আহমদ সফল অপারেশনের মাধ্যমে পাপিয়া বেগমের সিজার অপারেশন সম্পন্ন করেন। পাপিয়া বেগম একটি ফুটফুটে নবজাতক কন্যা শিশুর জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক শিশু সম্পূর্ণ ভাবে সুস্থ অবস্থায় রয়েছেন। হাসপাতালের পরিচালকবৃন্দ জানিয়েছেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও নি¤œ আয়ের মানুষ এবং বিশেষ করে প্রসূতি মায়েরা স্বল্প খরছে এখানে এসে নরমাল ও সিজার ডেলিভারীর চিকিৎসা সেবা নিতে পারবেন। এজন্য সব সময় অভিজ্ঞ চিকিৎসক দ্বারা আমরা সেবা প্রদান করে যাব। সফল ভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হওয়ায় পাপিয়া বেগমের স্বামী দেলোয়ার হোসেন ও তার আত্মীয় স্বজনরা অপারেশনের ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।