বোরহান বিন শিহাব
বলিস কিরে রাতুল মিয়া
কেমন করে হল,
লিখেছে কবিতা রাহুল মিয়া
তোর নামে ছাপা হল?
অন্যে লিখেছে তার মত করে
পারলে তুইও লিখ,
চুরি করে তুই নাম ফুটাবি
ধিক্কার শত ধিক।
লজ্জাবোধ জাগেনি মনে
করেছিস যখন চুরি?
নাম বাঁচাতে এবার মরিয়া
করছিস সীনাজুড়ি।
বলি ওরে চোরের জাতি
শুনরে দিয়ে মন,
কলুষিত আর করিস না
এই সাহিত্যাঙ্গন।
ক্ষণিকের খ্যাতির মোহে
করিয়া চুরি কি লাভ?
ধরা যদি পড়িস তবে
সব হবে বরবাদ।