দক্ষিণ সুরমা উপজেলার সিলেট শহরতলী তেতলী ইউনিয়নকে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্তির দাবিতে তেতলী ইউনিয়ন সচেতন নাগরিকবাসীর উদ্যোগে গত ৩১ আগষ্ট সোমবার দুপুরে তেতলী ইউনিয়ন পরিষদ হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তেতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে ও বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোলাম মোস্তাফা কামাল এর পরিচালনায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মঈনুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেল এর সূচিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগনেতা হাজী আতিকুর রহমান, হাজী আপ্তাব মিয়া, মোঃ নুরুজ্জামান, বিএনপি নেতা ছৈইল মিয়া, আব্দুল ওয়াহিদ, মোক্তার আহমদ, লায়েক আহমদ, জাতীয় পার্টি নেতা তাজ উদ্দিন এপলু, তেতলী ইউনিয়ন পরিষদ সদস্য আলী হোসেন, আকবর আলী, আলা উদ্দিন, ফারুক আহমদ, হাজী জয়নাল আহমদ, আওয়ামীলীগ নেতা লয়লু মিয়া, লিটন আহমদ, যুবলীগ নেতা নিজামুর রহমান নিজাম, সামসুল ইসলাম, মুকিত আহমদ, যুব সংগঠক রুবেল আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদ সচিব জান্নাতুল ফৌরদুস, গ্রাম আদালত কর্মকতা ফয়েজ আহমদ, উদ্যোক্তা ইমরান আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন সিলেট শহর তলতলী এলাকায় সিলেট সিটি কর্পোরেশন অন্তর্ভুক্তি না করে সিলেটের উন্নয়ন সম্ভব নয় নয়, দক্ষিণ সুরমা তেতলী ইউনিয়নবাসী সিলেটের ন্যায্য দাবিদাবা আদায়ে বদ্ধপরিকর। বিজ্ঞপ্তি