মিয়ানমারে সরকারী মদদে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস হত্যাকান্ড, ঘর-বাড়ীতে অগ্নিসংযোগ, নির্বিচারে ধর্ষণ, মুসলিম নিধন বন্ধ ও রোহিঙ্গাদের সকল নাগরিক অধিকারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী। রবিবার সকাল ১১টায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর তালতলা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি তারিক বিন হাবীব এর সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রশীদ মুশতাকের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক এম. সোহাইল আহমদ, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন তালুকদার, জামেয়া মাদানিয়া শাখার সভাপতি মাহদি হাসান জামাল, পূর্ব জেলা সেক্রেটারি এম. আশিকুর রহমান, পশ্চিম জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, জামেয়া মাদানিয়া সেক্রেটারি ইকরামুল হক জুনেদ, মহানগর বায়তুলমাল সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মঈনুদ্দিন, মাদানিয়া শাখা প্রশিক্ষণ সম্পাদক নূর আহমদ সুমন, বায়তুলমাল সম্পাদক আহসান সাদি, প্রচার সম্পাদক মিজানুর রহমান, মাদানী রহ. জোন সভাপতি হাফিজ আব্দুশ শাকুর, শাহজালাল রহ. জোন সভাপতি মাহবুব আলম, সেক্রেটারি মনসুর আহমদ, উবায়দুল হক রহ. জোন সভাপতি আহবাবুর রহমান, শাহজালাল রহ. জোন প্রশিক্ষণ সম্পাদক আইনুল ইসলাম, ইয়াহইয়া খান, জালাল আহমদ, রাশেদ, ইমাদুদ্দিন জাহিদ, ফরীদ, ফুজায়েল প্রমুখ। বিজ্ঞপ্তি