চুনারুঘাটে শ্যামলী পরিবহন বাসের চাপায় নিহত ১

41

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা নামক স্থানে বাস চাপায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীকুটা নামক স্থানে ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহন নামের একটি বাস সিপাহ সালার হযরত নাসির উদ্দিন (রঃ) মাজার মুড়ারবন্দে যাওয়ার পথিমধ্যে রিক্সাটিকে চাপা দিলে রিক্সা আরোহী মতাই মিয়া (৪৮) ও রিক্সাচালক করিম মিয়া (৩০) গুরুতর আহত হন। আহত মতাই মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নেওয়ার পথিমধ্যে মতাই মিয়া মারা যান। মতাই মিয়া উপজেলার জাজিউতা গ্রামের মৃত মরম আলীর ছেলে।  অন্যজনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় জনতা পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীকুটা নামক স্থানে রাস্তা ব্যারিকেড দিয়ে রাখলে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চুনারুঘাট থানার এস.আই আতাউর রহমান মুড়ারবন্দ মাজারগামী শ্যামলী পরিবহনটিকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।