প্রথমবারের মত অনাবিল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। গতকাল সিলেট নগরীর ধোপাদীঘিরপারে একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এ উপলক্ষে ৩৫ সদস্যের অনাবিল সার্বজনীন পূজা কমিটি গঠন করা হয়। সুদীপ বৈদ্যকে সভাপতি ও সুপ্রিয় বৈদ্য রিংকুকে সাধারন সম্পাদক করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি রঞ্জন কর্মকার, বিক্রম কুমার বৈদ্য, মিন্টু বৈদ্য, সুশান্ত দে, সহ-সাধারণ সম্পাদক বিধান বৈদ্য, পিংকু বৈদ্য, শুভ বৈদ্য, রাজিব বৈদ্য, সাংগঠনিক সম্পাদক রবিন বৈদ্য, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন বৈদ্য, সিল্টু বৈদ্য, চন্দন বৈদ্য, অর্থ সম্পাদক সুদীপ বৈদ্য, সহ-অর্থ সম্পাদক লিটন বৈদ্য, দীপ্ত বৈদ্য, শাওন বৈদ্য, প্রচার সম্পাদক জয় বৈদ্য, সহ-প্রচার সম্পাদক পদে রাহুল বৈদ্য, শোভন বৈদ্য, টুটুল বৈদ্য, সাজ্জাদ হোসেন জুয়েল, সাজ-সজ্জা সম্পাদক অমিত রায় সহ-সাজ-সজ্জা পল্লব বৈদ্য, পিয়াল বৈদ্য, শচীন বৈদ্য, অমি ভট্টার্চায্য, প্রীতম রনি, সদস্য রতন কর্মকার, বাবলা বৈদ্য, প্রকৌশলী অরবিন্দু রায়, বিজন চক্রবত্তী, অভি ভট্টার্চায্য, গৌতম কর্মকার, মধু কর্মকার, পঙ্কজ ভট্টার্চায্য (প্রবাসী), পল্টু বৈদ্য, চম্পক বৈদ্য, দেবাশীষ বৈদ্য, টিটু বৈদ্য, সীপন চন্দ্র, দেবাশীষ দাস, শ্রীমন বৈদ্য। মহিলা সদস্য অ্যাডভোকেট. মধুমিতা দাস, বিথী কর, বন্যা কর, পাপড়ি রানী দে, অনুরাধা রায়, লোপা বৈদ্য, সুর্বণা বৈদ্য (প্রবাসী), শতাব্দী নন্দী, সোম সেন, লাখী বৈদ্য, দিপা বৈদ্য, ববিতা কর্মকার, কেয়া চৌধুরী, চম্পা বৈদ্য, হ্যাপি বৈদ্য, পঞ্চমী বৈদ্য, শিল্পী বৈদ্য। কমিটির উপদেষ্ঠারা হলেন অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, এডভোকেট কিশোর কুমার কর, কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, আব্দুল মুহিত জাবেদ, সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, সমাজসেবী সাব্বির আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি