সভায় বক্তারা ॥ আরিজা খাতুনের পরিচয় তাঁর কবিতায় ও গানে

55

আরিজা খাতুনের পরিচয় তাঁর কবিতায় ও গানে। তিনি স্বতন্ত্র ঘরানার ঋদ্ধ কবি, বোধে ও প্রজ্ঞায় দেদীপ্যমান। ধর্মচর্চা ও সংসারকর্মের পাশাপাশি তিনি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির কথা ভাবতেন। নিভৃত নিরালা কুটিরে বসে কাব্যচর্চা করতেন। তাঁর কবিতা ও গানের ভাব, ভাষা ও সুর খুবই মর্মস্পর্শী। তাই তাঁর সৃষ্টির যথাযথ মূল্যায়ন করতে হবে।
কবি আরিজা খাতুনের স্মরণে আলোচনাসভায় আলোচকবৃন্দ এ কথাগুলো বলেন। সিলেট নগরীর কাজিটুলাস্থ কবির মাজার প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবদুল আউয়াল বিশ্বাস। রকীব শাহ পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে কথা বলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট আবদুল মালিক ও এডভোকেট শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মুফতি নূরুল ইসলাম মোদাদ্দেদী ও বিশেষ বক্তা ব্যাংকার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠান এবং মিলাদ পরিচালনা করেন মওলানা মো. আবুল কালাম। বিজ্ঞপ্তি