জামালগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সভা

7

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
জামালগঞ্জ ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন/২০২০ এডভোকেসী সভা অনুষ্টিত হয়। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীনা রানী তালুকদার সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি, উপজেলা শিক্ষা কর্মকর্তা, আরও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দগন ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনার সদস্যরা। সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর। এডভোকেসি সভায় আলোচনায় বলা হয় আগামী ২৬ সেপ্টেম্বরে শুরু করে ১ থেকে ৫ বছরের মধ্যে সকল শিশুকে একটি লাল রঙ্গের ক্যাপসুল ও ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সকল শিশুকে নীল রঙ্গের একটি ক্যাপসুল খাওয়ানো হবে পনেরদিন পর্যন্ত। এছাড়াও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন আলোচনা করা হয়।