বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুন্ড এলাকাসহ বিভিন্ন স্থানে রবিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।
জানা গেছে, মাধবকুন্ড ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাধবকুন্ড বাজারের দারুচিনি রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, ঢাকা রাজধানী রেস্টুরেন্টকে ২ হাজার ৫ শত টাকা, খাদ্যপ্রাণ ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার ৫ শত টাকা, গ্রামীণ রেস্টুরেন্টকে ১ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপের পর আদায় করে।
উল্লেখ্য, তারেক আহমদ নামের এক ক্রেতার তাৎক্ষণিক লিখিত অভিযোগের প্রেক্ষিতে দারুচিনি রেস্টুরেন্ট ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ ৭৫০ টাকা দেয়া হয়েছে।