সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান বলেছেন, করোনা ভাইরাসের কারণে বর্তমানে গরীব নিম্ন আয়ের মানুষরা সংকটে আছেন। বিভিন্ন সংগঠন করোনা মোকাবিলায় দুস্থদের মধ্যে বিভিন্ন খাদ্য সহায়তা দিচ্ছে। তিনি বলেন, করোনা মহামারিতেও সিরাজুল ইসলাম ট্রাস্টের এই কাজ সাধারণ মানুষের জন্য একটু হলেও উপকারে আসবে। বর্তমান এই মহামারিতে দলমত নির্বিশেষে অসহায়দের পাশে এগিয়ে আসতে হবে।
তিনি রবিবার (২৫ এপ্রিল) বাদ জোহর দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের খানুয়া গ্রামের সিরাজুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সহসভাপতি হাজি খালিকুল ইসলাম বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. মালিকুল ইসলাম সুফি, এনজিও লাইভের চেয়ারম্যান মো. জুনেদ আলম, সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, দক্ষিণ সুরমা কৃষক দলের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, ট্রাস্টের সদস্য মুমিনুল ইসলাম, মকলিছ মিয়া, ছালেক মিয়া, মজমিল মিয়া।
সিরাজুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে প্রায় দুই শতাধিক গরীব-অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিজনকে ১০ কেজি করে চাল, ৪ কেজি পেঁয়াজ, রসুন ১ কেজি, লবন ১ কেজি, ডাল ১ কেজি দেওয়া হয়। বিজ্ঞপ্তি