স্টাফ রিপোর্টার :
গোলাপগঞ্জ থেকে বিদেশী হুসকী মদ, ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: শওকত আলীকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গ্রেফতারকৃত শওকত আলী গোলাপগঞ্জ উপজেলার তুরুকভাগ এলাকার খালপার গ্রামের মৃত আরমান আলী পুত্র।
র্যাব-৯’র এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গোলাপগঞ্জ থানার খালপার গ্রামের ব্রীজ সংলগ্ন শওকত আলীর বাড়ীর সামনে মাটির রাস্তার উপর আসামীর নিজ হেফাজত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য (বিদেশী মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট) সহ সক্রিয় মাদক ব্যবসায়ী মোঃ শওকত আলীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১২৩ বোতল অফিসার্স চয়েস হুইস্কি মদ, ১০০ পিস ইয়াবা- ও ১ কেজি ৯ গ্রাম গাঁজা উদ্ধার করে। উক্ত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার ৫শ’ টাকা।
মাদক ব্যবসায়ী শওকত আলী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। র্যাবের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সে ভারত থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে নিজ হেফাজতে মজুদ করে রাখে। পরবর্তীতে তার গড়ে তোলা নেটওয়ার্কের মাধ্যমে মাদকদ্রব্য সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকে। মাদক ব্যবসায়ী শওকত আলীকে গ্রেফতার করায় স্থানীয় লোকজন স্বস্তি প্রকাশ করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।