জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

21

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, ২ মে বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের আমরু মিয়ার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে পাকা ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর মামুন আহমদ বলেন, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
এছাড়া গত ১৭ এপ্রিল রাতে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের জয়নগর (কুশারাই) গ্রামের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূমকে দেয়া সরকারি নতুন ঘরে অগ্নিকান্ডের ঘটনায় ঘরের জানালা পুড়ে গেছে। এ ঘটনায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে ২ মে বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম বলেন, আশ্রায়ন প্রকল্পের আওতায় আমাকে বরাদ্দকৃত সরকারি ঘর এখনো আমাকে সমজিয়ে দেয়া হয়নি। অথচ এর আগেই কে বা কারা আগুন দিয়ে ঘরের জানালা পুড়ে দিয়েছে।