রোহিঙ্গা

31

মীর মামুন হোসেন

হায়রে মানুষ হায়রে বিবেক
হায়রে তামাম বিশ্ব
দেখেও তোদের মন কাঁদে না
এমন করুণ দৃশ্য।

জ্বলছে আগুন পুড়ছে রোহিঙ্গা
এ কোন অত্যাচার
আমরা অধম দেখছি চেয়ে
বসে নির্বিকার।

মারনা লাথি জোড়া পায়ে
খিড়কিতে দ্বার বন্ধ
লাভ কি বল সে চোখ রেখে
থেকেও যে চোখ অন্ধ ।

মোড়ল সেজে মোড়ার উপর
আছে তো বেশ বসে
নেতাগিড়ি ছুটে যাবে
পড়লে জনরোষে।