গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেট-তামাবিল মহাসড়কে বাঘের সড়ক এলাকায় বালুবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ও হেলপার অগ্নিদগ্ধ হয়েছেন। গত সোমবার রাত ২টার দিকে তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় সারীঘাট থেকে সিলেটগামী একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬৭৩৯) বাঘের সড়ক নামক এলাকায় আসলে অবরোধ সমর্থকরা ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় গাড়ীতে থাকা চালক বকুল ও হেলপার করিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। ট্রাকের চালক ও হেল্পারের আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনার আগেই ট্রাকটির কেবিন সহ বেশ কিছু অংশ পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে জানতে চাইলে ওসি গোয়াইনঘাট এম এ হাই জানান রাত ২টার দিকে বাঘের সড়ক এলাকায় একটি বালুবাহী ট্রাকে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। তবে ট্রাকটিতে অবরোধ সমর্থকরা আগুন দিয়েছে কিনা এ বিষয়ে আমরা নিশ্চিত ভাবে কিছু বলতে পারছিনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গতকাল মঙ্গলবার সকালে সিলেটের সহকারী পুলিশ সুপার মহি উদ্দিন মাহমুদ সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন।