দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, প্রবাসীরা বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা যে ভাবে সচল রেখেছেন ঠিক সেই ভাবে এলাকার মানুষের জীবন-মান উন্নয়নে অসামান্য অবদান রেখে যাচ্ছেন। অন্যান্য প্রবাসীদের মত শিক্ষাক্ষেত্রে প্রবাসী কাপ্তান হোসেন অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী ও উৎসাহিত করতে স্কুল ড্রেস বিতরণ করা একটি মহৎ কাজ। তিনি শিক্ষাক্ষেত্রে প্রবাসীদের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি শনিবার সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও মধ্যপ্রাচ্য প্রবাসী কাপ্তান হোসেনের পক্ষ থেকে স্কুল ড্রেস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য দিলু মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফা, জালালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নেছারুল হক চৌধুরী বুস্তান, দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি হোসেন আহমদ, এম. সাইফুর রহমান কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, যুক্তরাজ্য প্রবাসী নাসির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সদস্য, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার খালেদ আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আজমান আলী, আব্দুর রউফ, মেম্বার আনোয়ার আলী, সাবেক মেম্বার বাবুল মিয়া, রিয়াজ মিয়া, সানুর মিয়া, মানিক মিয়া, হাজী তবারক আলী, মনজ্জুল আহমদ, আনোয়ার আলী, কুনু মিয়া, যুবদল নেতা লায়েক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ আব্দুল হাফিজ, অভিভাবক সদস্য আজমল আলী, সহকারী শিক্ষক শামীম আহমদ, উপজেলা যুবলীগ নেতা শোয়েব আহমদ, ছাত্রলীগ নেতা হুশিয়ার আল মামুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ সুহেল আহমদ, যুবলীগ নেতা মনজ্জিল আহমদ, সাহেদ আহমদ, এনাম তালুকদার, রাজন আহমদ, ছাত্রলীগ নেতা হাসান, আপন, মোস্তাক, আব্দুল্লাহ আল মামুন, বাপন, আকাশ, জাহিদ, রহমান, রায়হান, নুরুজ্জামান, তারেক, সাদ্দাম প্রমুখ। বিজ্ঞপ্ত