চুনারুঘাটে বাঁশের সাঁকো থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

36

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে রবিউল নামে ২য় শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। YEসে স্থানীয় হাজী ছুরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গনকিরপার- সাদ্দামবাজার গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলর ডুলনা গ্রামের জহুর আলীর পুত্র। স্থানীয় সূত্র জানা যায়, গনসকিরপার-সাদ্দামবাজার গ্রামীণ সড়কে খালের উপর কালভার্টটি গত ২-৩ মাস আগে পাহাড়ি ঢলে ধ্বসে পড়ে। এরপর থেকে এলাকাবাসী চলাচলের জন্য খালের ওপর বাশের সাঁকো নির্মাণ করে। ঘটনা সময় শিশু রবিউল সাঁকো পারাপার হবার সময় পা পিচলে নিচে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে যান। এক ঘন্টার চেষ্টায় স্থানীয় লোকজন খাল থেকে লাশ উদ্ধার করেন। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাল থেকে ডুবন্ত মৃত অবস্থায় রবিউলকে উদ্ধার করি।