মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক ঘোষিত ১৫ সেপ্টেম্বর শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল সফলের লক্ষ্যে গত ১০ সেপ্টেম্বর সোমবার রাতে ধোপাদীঘির পূর্বপারস্থ আল ফালাহ টাওয়ারে জমিয়তের অফিসে সিলেটের ইসলামী সমমনা দলগুলোর সাথে মহানগর শাখার এক বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা খলিলুর রহমান।
বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে হেফাজতে ইসলাম সিলেট মহানগরীর ব্যানারে বিক্ষোভ মিছিল সূচিত হয়ে সুরমা মার্কেট প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। মিছিলটি সফল করতে নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম সিলেট মহানগরীর সেক্রেটারী, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান।
বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, জমিয়ত মহানগরীর সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, খেলাফত মহানগরীর সহ সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, জমিয়ত মহানগরীর সহ সভাপতি মাওলানা আব্দুল গাফফার ছয়গরী, খেলাফত মহানগরীর সহ সভাপতি মাওলানা আব্দুল জব্বার, জমিয়ত মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফখরুজ্জামান, খেলাফত মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, জমিয়ত মহানগরীর যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, খেলাফতের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, জমিয়তের সহ সাধারণ সম্পাদক জুবায়ের আল মাহমুদ, হাফিজ মাওলানা আব্দুস সামাদ, মাওলানা সদরুল আমীন, খেলাফতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি রশীদ আহমদ,জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সালিম ক্বাসিমী, খেলাফতের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফাহাদ আমান, মাওলানা আমীন আহমদ রাজু, জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান, খেলাফতের প্রচার সম্পাদক মাওলানা রিয়াজ আল মামুন, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জমিয়তের তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ উসমানী, জমিয়তের অফিস সম্পাদক মাওলানা আব্দুর রহমান, জমিতের সমাজ সেবা সম্পাদক হাফিজ কবির আহমদ, জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা কবির আহমদ, জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, জমিয়ত মহানগরীর সদস্য মাওলানা আখতারুজ্জামান, মাওলানা কাওছার আহমদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল সফলের লক্ষ্যে আগামী ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহানগর হেফাজতের নেতৃবৃন্দ মতাবিনিময় করবেন। বিজ্ঞপ্তি